গৌতম বুদ্ধ — শাক্য বংশের রাজপুত্র, যিনি তার জ্ঞান, বাণী ও সাহসিকতার মাধ্যমে হয়ে উঠেছিলেন "শাক্যসিংহ"।
তার ব্যক্তিত্ব ছিল সিংহের মতো দৃঢ় ও অপরাজেয়। বৌদ্ধ ধর্মগ্রন্থে তার উপদেশকে বলা হয় “সিংহনাদ”—যা অসত্যকে পরাস্ত করে সত্যকে প্রতিষ্ঠা করে।
এই ছোট্ট উপস্থাপনায় জানো, কেন তিনি এই মহার্ঘ উপাধিতে পরিচিত।
☸️ Buddhism