danmaku icon

হে আমার রব, আমি আপনার প্রতি সন্তুষ্ট

16 Ditonton29/01/2025

বিপদ আর কষ্ট তো দুনিয়ার জীবনের সফরসঙ্গী। অতএব, বিপদাপন্ন অবস্থায় তোমাকে যেন বিচলিত দেখা না যায়। বরং তোমার অবস্থা যেন হয় শান্ত স্নিগ্ধ ভাবে বয়ে চলা নদীর মতো, যাতে কোনো উত্তাল ঢেউ নেই। এটাকে সবর বলা হয়। যদি হৃদয় বেশি ভেঙে যায়- তবে মুখ ফুটে বলবে, "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।" যদি চোখ অশ্রু সিক্ত হয়, তবে তাকে সিক্ত হতে দাও। সাথে এও বলো, "হে আমার রব, আমি যাবতীয় দুঃখ যন্ত্রণা আপনার জন্যই সয়ে যাবো। আপনি কি দেখতে চান আপনার এই দাস কী বলে? শেষ মূহুর্তেও বলে যাবো, 'হে আমার রব, আমি আপনার প্রতি সন্তুষ্ট।' "
warn iconDilarang memposting ulang tanpa izin dari Kreator.
creator avatar