danmaku icon

আমার ভাঙ্গা ঘরে ভাঙা চালা || Amar Vanga Ghore || TikTok Viral || Lyrics Video | Bangla New Song 2025

2 Lượt xem12 tiếng trước

সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব। সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলো দিয়ে গানের একটা গল্প বা ভিজুয়ালাইজেশন তৈরি করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
warn iconKhông được đăng tải lại nội dung khi chưa có sự cho phép của nhà sáng tạo
creator avatar

Đề xuất cho bạn

  • Tất cả
  • Anime