চলে এলো সবার প্রিয় দেশসেরা ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ সিজন ২-এর অফিসিয়াল ট্রেইলার!
জনপ্রিয় তারকা তাহসান খানের উপস্থাপনায় এবারের সিজন হতে যাচ্ছে আরও জমজমাট, আরও রোমাঞ্চকর!
পুরো পরিবারকে একসাথে নিয়ে জমজমাট আড্ডা আর হাসির ভুবনে হারিয়ে যেতে আপনি প্রস্তুত তো?
'আইগ্যাস ইউনাইটেড' নিবেদিত, পাওয়ার্ড বাই 'পোলার আইসক্রিম' এবং 'বঙ্গ' প্রযোজিত ফ্যামিলি ফিউড সিজন ২ শুরু হচ্ছে আগামী ১৯শে জানুয়ারি। সপ্তাহের প্রতি সোমবার রাত ৯:৩০ মিনিটে প্রচারিত হবে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল NTV-তে এবং যেকোনো সময় স্ট্রিমিং করে দেখা যাবে Bongo-তে।
নতুন সব আপডেট পেতে চোখ রাখুন Bongo-তে!!!!