রাজ্য দখলে, বন্ধু যখন শত্রু! | Movie Explained In Bangla
এক্সপ্লেইন শুরু করার আগে আমার একটা অনুরোধ, প্লিজ হাতের কাজ কর্ম সব শেষ করে এক্সপ্লেনটি দেখা শুরু করো। কারণ এই মুভিটা এতোটাই টান টান উত্তেজনায় ভরপুর যে তুমি চাইলেও পরে আর ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম কেজিএফ খ্যাত ডিরেক্টর প্রসান্ত নীলের সদ্য মুক্তি পাওয়া মুভি সা-লা/র এর কথা। জানি অনেকেই দেখে ফেলেছো আবার তার মধ্যে অনেকেরই মুভিটা মাথার উপর দিয়ে গেছে। তবে চিন্তার কোন কারণ নেই, আমি তোমাদের জন্য মুভিটা একদম পানির মত সহজ করে এক্সপ্লেইন করছি, যাতে পুরো মুভিটির প্রতিটা বিষয় তোমরা ভালো ভাবে বুঝতে পারো।
আমার এই বিশেষ পরিশ্রমের বিনিময়ে তোমাদের কাছে এই ভিডিওটিতে ২৫ হাজার লাইক চাই, জানি এটা তোমরা অনায়েসেই করে দিতে পারবে। তাই আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন।