danmaku icon

Poran 2022

14.1K วิว07/06/2025

রায়হান রাফি পরিচালিত পরান সিনেমাটি ২০২২ সালের বাংলাদেশী মুক্তি পাওয়া সিনেমা গুলোর মধ্যে অন্যতম। সিনেমার শুরুতে দেখা যায় অনন্যা নামের একটি মেয়েকে, যে প্রতি বছরই পরীক্ষায় ফেল করে। প্রতিবারের ন্যায় এবারও যখন পরীক্ষার সময় আসে তখন তার বাড়ি থেকে বলে দেয়া হয়, “পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দেয়া হবে।” তাই পরীক্ষায় পাশ করার জন্য অনন্যা সাহায্য নেয় এলাকার ত্রাস রোমানের। রোমান স্থানীয় রাজনীতিবিদের অনেক ঘনিষ্ঠ। পুরো এলাকার মানুষ তার ওপর ততোস্তু এমনকি পুলিশ ও তার গায়ে হাত দেওয়ার সাহস করে না। সিনেমাটিতে এক সময় দেখা যায় অনন্যা মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে আবার সিনেমার এক পর্যায়ে দেখা যায় পুলিশের সাথে পুলিশের কাছে তার এবং রোমানের সম্পর্ক বিষয়ে বলতে থাকে এবং সেই গল্পের মাঝে আমরা আরো একজন চরিত্রের দেখা পাই যার নাম সিফাত।
warn iconห้ามทำซ้ำหรือดัดแปลงโดยไม่ได้รับอนุญาตจากครีเอเตอร์
creator avatar

วีดีโอแนะนำสำหรับคุณ

  • ทั้งหมด
  • อนิเมะ
51:28

28

14 วิว