danmaku icon

বনিবনা বিঘ্নিত, শাকিলা বিবির রহস্যজনক মৃত্যু

1 วิว05/04/2025

২০২৫ সালের ৫ই এপ্রিল, দক্ষিণ নগরের বাসিন্দা আবুল বাশার ওরফে বাসিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী শাকিলা বিবিকে খুন করার। নিহত শাকিলা বিবির বয়স ছিল আনুমানিক ৩৮ বছর এবং তার বাবার বাড়ি ডোমকলের রমনা বসন্তপুর। বিয়ের পর তাদের ১৭ বছরের একটি সন্তান রয়েছে। তথ্য অনুযায়ী, সাঈদ মন্ডল নামক পুত্রটি জানিয়েছে, তার বাবা প্রায় তিন বছর ধরে মায়ের ওপর অত্যাচার করে আসছিলেন এবং বিগত এক বছরে বিউটি পার্লারের এক মেয়েকে বিয়ে করার পর সংসারে অশান্তি তীব্র হয়ে ওঠে। শাকিলা বিবি কিছুতেই দ্বিতীয় বিয়ের বিরুদ্ধে আপত্তি করেননি। এখন ঘটনার ভোরে, শাকিলার নিখোঁজ হওয়ার পর প্রতিবেশীদের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের ধারণা, তাকে খুন করা হয়েছে, কারণ মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ডোমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, এবং এলাকার মানুষ এই বর্বরোচিত হত্যাযজ্ঞের খবর শুনে শোকে মুহ্যমান। এদিকে, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত চালাচ্ছে এবং এলাকাবাসী হত্যার প্রকৃত কারণ জানার জন্য উদগ্রীব হয়ে আছে।
warn iconห้ามทำซ้ำหรือดัดแปลงโดยไม่ได้รับอนุญาตจากครีเอเตอร์
creator avatar

วีดีโอแนะนำสำหรับคุณ

  • ทั้งหมด
  • อนิเมะ
48:18

06

35 วิว

6:10:16

03

4 วิว

3:02