আগ্রাসনে গ্রাস করার ত্রাস সৃষ্টিতে উদ্যত কিছু কিছু বিদেশি সিরিয়াল-সিরিয়াল কিলিয়ারের চেয়েও ভয়ংকর। এসব সিরিয়ালগুলোর মূল উপাদান নিঃসন্দেহে কূটনামি। আর এর বিষাক্ত ছোবলের ভয়ংকর প্রভাব পড়ছে সমাজের উপরে। এসব সিরিয়ালের প্রভাবে ধ্বংস হচ্ছে অনেকেরই ঘর সংসার সবকিছু। ইদানিং আবার এইসব সিরিয়ালের কূটনামির কূটের প্রভাব ঘর সংসার পেড়িয়ে পড়ছে অফিসেও। তেমনি একজন বিদেশি সিরিয়াল ভক্ত, কূটনামিতে আসক্ত চাকুরিজীবী ছেলেকে নিয়ে মানসিক ডাক্তারের কাছে গ্যাছেন জনৈক অভিভাবক। তারপর কি ঘটলো সেখানে- দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ইত্যাদির গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ধারণকৃত পর্বে।