danmaku icon

উত্তর দমদমে জলমগ্ন পরিস্থিতিতে বামফ্রন্টের প্রতিবাদ

0 播放04/08/2025

উত্তর দমদমে গতকাল অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে নাগরিকদের জলমগ্ন অবস্থা ও রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে সোচ্চার হলেন বামফ্রন্টের সাতজন প্রতিনিধি। স্থানীয় বিধায়িকা, যিনি তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী, তার বিধানসভা এলাকায় এই সমস্যা সমাধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডেপুটেশন দেয়ার সময় প্রতিনিধি দলের সদস্যরা পৌর প্রধানের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, সেচ দপ্তর এবং পিডব্লিউডি দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা উচিত। প্রতিনিধি দলে ছিলেন পিন্টু চক্রবর্তী, দেবায়ন ব্যানার্জি, শিবশঙ্কর ঘোষ, শংকর রায় চৌধুরী, রুইদাস সাহা, সি পি আই এর পক্ষ থেকে বিশ্বনাথ দত্ত চৌধুরী এবং আর এসপির পক্ষ থেকে প্রাক্তন পৌর প্রধান সুনীল চক্রবর্তী। এছাড়া, বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য আত্রি গুহ এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেতৃত্ব। তাঁরা সবাই নাগরিকদের পাশে দাঁড়িয়ে সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার বিষয়, মন্ত্রীর বিধানসভা হিসেবে পরিচিত এই এলাকায় জলকষ্ট এবং রাস্তার বেহাল অবস্থার সমস্যা কত দ্রুত সমাধান হয়।
warn icon未經作者允許不得轉載
creator avatar
banner

Recommended for You

  • All
  • Anime