পাবনার পাঁচ ভাইয়ের সঙ্গে মানিকগঞ্জের পাঁচ বোনের বিয়ে ইত্যাদি ডিসেম্বর ২০০৪
Feedback
Report
4 播放 Premium08/01/2024
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া পাবনার ভাঙ্গুড়ার তারাপদ রায়ের পাঁচ ছেলের সঙ্গে মানিকগঞ্জের দাশরা গ্রামের নরেন্দ্র লাল রায়ের পাঁচ মেয়ের বিয়ের উপর আমরা ২০০৪ সালের ৩১ ডিসেম্বর প্রচারিত ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। যে বিষয়টি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেও বিরল। পারিবারিক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা এই পরিবারের এই প্রতিবেদনটি দেখতে চেয়ে অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন। আপনাদের অনুরোধে প্রতিবেদনটি দেয়া হলো।
未經作者允許不得轉載
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া পাবনার ভাঙ্গুড়ার তারাপদ রায়ের পাঁচ ছেলের সঙ্গে মানিকগঞ্জের দাশরা গ্রামের নরেন্দ্র লাল রায়ের পাঁচ মেয়ের বিয়ের উপর আমরা ২০০৪ সালের ৩১ ডিসেম্বর প্রচারিত ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রচার করেছিলাম। যে বিষয়টি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেও বিরল। পারিবারিক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা এই পরিবারের এই প্রতিবেদনটি দেখতে চেয়ে অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন। আপনাদের অনুরোধে প্রতিবেদনটি দেয়া হলো।