দর্শকের সঙ্গে চঞ্চল চৌধুরীর মজার অভিনয় ও গান ঈদ ইত্যাদি ২০১৮ পর্ব
Phản hồi
Báo xấu
23 Lượt xem Premium08/01/2024
একসময় আমাদের সংগীত চর্চা ও আয়োজনের বড় অংশ জুড়ে থাকত বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র। কালের বিবর্তনে এবং ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্মৃতির অন্তরালে কালে কালে হারিয়ে যাচ্ছে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র, ভিনদেশি সংস্কৃতি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। সংগীতেও লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। আর এই বিষয়ের উপরেই সাজানো হয়েছে ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির দর্শক পর্ব। যেখানে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনয় শেষে দর্শকদের উদ্দেশ্যে খালি গলায় গেয়ে শোনান একটি জনপ্রিয় বাংলা গানের অংশবিশেষ।
উল্লেখ্য ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে এবং অনুষ্ঠানের প্রয়োজনে মাত্র ১৫ সেকেন্ডের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে এবারের উপকরণগুলো তৈরি করা হয়।
Ityadi Eid-ul-fitr episode 2018: • Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Eid...
Không được đăng tải lại nội dung khi chưa có sự cho phép của nhà sáng tạo
একসময় আমাদের সংগীত চর্চা ও আয়োজনের বড় অংশ জুড়ে থাকত বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র। কালের বিবর্তনে এবং ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্মৃতির অন্তরালে কালে কালে হারিয়ে যাচ্ছে আমাদের দেশীয় বাদ্যযন্ত্র, ভিনদেশি সংস্কৃতি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। সংগীতেও লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। আর এই বিষয়ের উপরেই সাজানো হয়েছে ২০১৮ সালে জুন মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির দর্শক পর্ব। যেখানে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনয় শেষে দর্শকদের উদ্দেশ্যে খালি গলায় গেয়ে শোনান একটি জনপ্রিয় বাংলা গানের অংশবিশেষ।
উল্লেখ্য ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে এবং অনুষ্ঠানের প্রয়োজনে মাত্র ১৫ সেকেন্ডের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে এবারের উপকরণগুলো তৈরি করা হয়।
Ityadi Eid-ul-fitr episode 2018: • Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Eid...