danmaku icon

F2 Fun and Frustration (2019)_Bangla Dubbed

492 ViewsDec 28, 2025

এফ ২ (F2) একটি ভারতীয় তেলেগু ভাষার সিনেমা, যা কিছুদিন আগে বাংলা ভাষায় একটি ওটিটিতে স্ট্রিমিং হয়েছে। এটি মূলত একটি পারিবারিক কমেডি ঘরানার হাস্যরসাত্মক চলচ্চিত্র। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভেঙ্কটেশ, বরুণ তেজ ও তামান্না ভাটিয়া। কাহিনি সংক্ষেপ ভিকি ও বরুণ বিদেশের মাটিতে পুলিশের হাতে আটক হয়। এরপর ভারতীয় দূতাবাস থেকে বিশ্বনাথ এসে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায়, দুজন ভারতীয় নারী তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন। বিষয়টি জেনে বিশ্বনাথ অত্যন্ত ক্ষুব্ধ হন, কারণ ভারতীয় নাগরিক হয়ে বিদেশে গিয়ে তারা নাকি ভারতীয় নারীদের হয়রানি করেছে। ভিকি সব অভিযোগ অস্বীকার করে জানায়, অভিযোগকারী দুজনই আসলে তাদের আপনজন। একজন ভিকির স্ত্রী এবং অন্যজন বরুণের হবু স্ত্রী। এই কথা শুনে বিশ্বনাথ বিস্মিত হয়ে পড়েন। নিজের স্ত্রী কেন স্বামীকে বিদেশে এসে পুলিশের হাতে তুলে দেবে। সেই কৌতূহল থেকে তিনি পুরো ঘটনা শুনতে চান। তখন ভিকি অতীতের সব ঘটনা বলতে শুরু করে। অনেক বছর আগে ভিকি বিয়ের চেষ্টা করছিল, কিন্তু কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে সে একটি ম্যাট্রিমোনিয়াল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে। এজেন্সির কাছে এমন একজন মেয়ে ছিল, যার বিয়ে একজন অনাথ ছেলের সঙ্গে দেওয়ার শর্ত ছিল। কারণ পরিবার না থাকলে বিয়ের পর শাশুড়ির নির্যাতনের আশঙ্কা থাকে না। যেহেতু ভিকির কোনো পরিবার ছিল না, তাই শেষ পর্যন্ত তার সঙ্গেই ওই মেয়ের বিয়ে দেওয়া হয়।
warn iconRepost is prohibited without the creator's permission.
creator avatar

Disyorkan untuk anda

  • Semua
  • Anime