danmaku icon

বেআইনি বালি পাচারে নাক গলালো পুলিশ ১৮ জন গ্রেফতার

5 ViewsOct 10, 2025

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর ও সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে বেআইনি ভাবে বালি পাচার চলছিল। গত বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বিশেষ অভিযান চালিয়ে জেলা পুলিশ ১৮ জন পাচারকারীকে গ্রেফতার করেছে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে জানান, "বর্ষণের পর নদীর জল কমতে শুরু করায় পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছিল। পুলিশ তখন উৎসবের মৌসুমে ব্যস্ত ছিল, আর সেই সুযোগ নিয়ে তারা নৌকা ব্যবহার করে অবৈধ বালি উত্তোলন করছিল।" পুলিশের অভিযান চলাকালীন তিনটি নৌকা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের জন্য মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের বেআইনি কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছিল এবং প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার। জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বেআইনি বালি পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
warn iconRepost is prohibited without the creator's permission.
creator avatar

Disyorkan untuk anda

  • Semua
  • Anime