danmaku icon

Peaky Blinders (2013) S01E01

16 ViewsJun 6, 2025

পিকি ব্লাইন্ডার্স একটি অপরাধভিত্তিক সিরিজ, যার কেন্দ্রবিন্দু ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসকারী মিশ্র আইরিশ ট্র্যাভেলার ও রোমানি বংশোদ্ভূত এক পরিবার। গল্পটি শুরু হয় ১৯১৯ সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েক মাস পরে। মূল চরিত্র টমি শেলবি, এক চতুর ও উচ্চাকাঙ্ক্ষী গ্যাং লিডার। তিনি পিকি ব্লাইন্ডার্স নামের কুখ্যাত স্ট্রিট গ্যাংয়ের নেতৃত্ব দেন। গ্যাংটির কর্মকাণ্ড রাজকীয় আইরিশ কনস্ট্যাবুলারির ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মেজর চেস্টার ক্যাম্পবেলের নজরে আসে। উইনস্টন চার্চিল তাকে বেলফাস্ট থেকে বার্মিংহামে পাঠান। সেখানে তিনি আইরিশ রিপাবলিকান আর্মির মুক্তিবাহিনী, ব্রিটেনের কমিউনিস্ট পার্টি, স্ট্রিট গ্যাং ও সাধারণ অপরাধীদের দমন করছিলেন। চার্চিল ক্যাম্পবেলকে বার্মিংহামে অশান্তি ও বিদ্রোহ দমন এবং লিবিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত এক চুরি হওয়া অস্ত্রভাণ্ডার উদ্ধারের দায়িত্ব দেন। মূলত এর পর থেকেই শুরু হয় এই সিরিজের মূল গল্প।
warn iconRepost is prohibited without the creator's permission.
creator avatar