danmaku icon

পোড়ামন ২ Poramon 2

2.3K Ditonton06/06/2025

মুভি শুরু হয় একজন বাবার হাহাকার দিয়ে। তার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। মেয়েটির নাম জেসমিন। দারিদ্র বাবার বেচে থাকার একমাত্র অবলম্বণ ছিল জেসমিন। একটি ছেলেকে অনেক ভালোবাসতো জেসমিন। ভালোবাসার মোহে একসময় তারা খাটের ব্যায়াম করে। ফলে কিছুদিন পরে জেসমিন অন্তস্বত্তা হয়ে পড়ে। এরপর ছেলেটি জেসমিনকে মেনে নেয়না। তাই জীবণের এই কঠিন সিদ্ধান্ত নেয় জেসমিন। এদিকে জেসমিনের বাবার বুক ফেটে যাচ্ছে মেয়ের শোকে। এই কষ্ট আরো বহুগুণ বেড়ে যায় গ্রামবাসীর কারণে। গ্রামের মানুষ জেসমিনের দেহ কোথাও কবর দিতে দেয়না। তাই বাধ্য হয়ে গ্রাম থেকে অনেক দূরে মেয়েকে দাফন করে। জেসমিনের ঘটনা যখন ঘটে তখন পরী ও সুজন অনেক ছোট ছিল। এরপর দশ বছর পেড়িয়ে গেছে। এখন তারা অনেকটা বড় হয়েছে। সুজন সিনেমার নায়ক হতে চায়। অন্যদিকে পরী সুজনের বউ হতে চায়। কি হতে চলেছে পরী ও সুজনের মধ্যে? আবারো কি জেসমিনের সেই ঘটনার পূণরাবৃত্তি হবে? সব প্রশ্নের জবাব পেতে মুভিটা দেখতে হবে।
warn iconDilarang memposting ulang tanpa izin dari Kreator.
creator avatar

Direkomendasikan untukmu

  • Semua
  • Anime
1:58