danmaku icon

Myself Allen Swapan (2025) S02 WebSeries

345 Ditonton06/06/2025

অ্যালেন স্বপন একজন চট্টগ্রামের ব্যাবসায়ী। তিনি নানাধরণের চোরাচালানের ব্যাবসার সাথে জরিত ছিলেন। একপর্যায়ে পুলিশের তাড়া খেয়ে পলাতক হন। এরপর শামসু নামের এক ব্যাক্তির ছদ্মবেশ ধারণ করেন অ্যালেন স্বপন। তবে বেশিদিন নিজেকে লুকিয়ে রাখতে পারেননি। ৪০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। সেই টাকার জন্য অনেকেই তাকে খুঁজে বেড়াচ্ছেন। একসময় কিছু লোক তাকে খুজে বের করে এবং কিডনাপ করে টাকার তথ্য জানতে চায়। কিন্তু তিনি খুব চতুরতার সাথে নিজেকে শামসু হিসেবে পরিচয় দেন। এতক্ষণ যা বলেছি তা ছিল সিজন ১ এর কাহিনী। সিজন ২ এর ঘটনা এরপর থেকে শুরু হবে। এই পর্বে জানা যাবে ৪০০ কোটি টাকার রহস্য। কিভাবে তিনি এতো টাকা পেলেন আর কোথায় টাকাগুলো রেখেছেন। আরো জানা যাবে অ্যালেন স্বপনের ভাগ্যের শেষ পরিনীতি। তিনি কি এই ৪০০ টাকা নিজের করে নিতে পারবেন নাকি অন্য কেউ ছিনিয়ে নেবে? সব প্রশ্নের উত্তর পাবেন পুরো ওয়েব সিরিজটা দেখার পরে।
warn iconDilarang memposting ulang tanpa izin dari Kreator.
creator avatar
banner

Direkomendasikan untukmu

  • Semua
  • Anime
New song
3:04