Song: Dube Dube
Lyric, Tune & Voice: Tanjib Sarowar
Music: Sajid Sarkar
Cast: Tanjib Sarowar, Samonty Shoumi , Sourav Abhi,Mukta, Mukul Zamil
Asst. Director: Sorowar Rana
Edit & Color: Chandan Roy Chowdhury
Cam Operator: Oshim
Makeup: Rubel
VFX:Chandan Roy Chowdhury
DOP & Director: Chandan Roy Chowdhury
Post Production: Black Cat Studio
Label : Dhruba Music Station
Dube Dube Lyrics In Bengali :
তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না,
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছে,
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো,
বুলে দেবো চুলে রেখে হাত।
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছে,
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো,
বুলে দেবো চুলে রেখে হাত।
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।