কয়েক বছর আগেও যেখানে নিয়মিত সাংসারিক বন্ধন ও পরিবারের হাজার রকমের টানাপোড়েন উঠে আসত টেলিভিশন পর্দায়। ধারাবাহিক কিংবা খণ্ড নাটক, উভয় ক্ষেত্রেই থাকত পারিবারিক আবহের গল্প। সেখানে এখন চলছে খরা। সময়ের প্রবাহে আমাদের সুখী-সুন্দর জীবনের স্বর্ণালী পারিবারিক অতীত-ঐতিহ্য হারিয়ে যেতে পারে না। কিন্তু এমনটিই করা হচ্ছে বর্তমানের অনেক নাটকে। বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী ইত্যাদি চরিত্রগুলোকে বাদ রেখে গুটিকয়েক চরিত্রের মধ্যে কিছু নাটক সীমাবদ্ধ রাখা হচ্ছে। বর্তমানে কিছু অসাধু মিডিয়া ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডই সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছিলো ইত্যাদির গত ২০১৯ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে বিভিন্ন অভিনয় শিল্পীদের প্রতীকী ক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে।
পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Eid...
Repost is prohibited without the creator's permission.
কয়েক বছর আগেও যেখানে নিয়মিত সাংসারিক বন্ধন ও পরিবারের হাজার রকমের টানাপোড়েন উঠে আসত টেলিভিশন পর্দায়। ধারাবাহিক কিংবা খণ্ড নাটক, উভয় ক্ষেত্রেই থাকত পারিবারিক আবহের গল্প। সেখানে এখন চলছে খরা। সময়ের প্রবাহে আমাদের সুখী-সুন্দর জীবনের স্বর্ণালী পারিবারিক অতীত-ঐতিহ্য হারিয়ে যেতে পারে না। কিন্তু এমনটিই করা হচ্ছে বর্তমানের অনেক নাটকে। বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী ইত্যাদি চরিত্রগুলোকে বাদ রেখে গুটিকয়েক চরিত্রের মধ্যে কিছু নাটক সীমাবদ্ধ রাখা হচ্ছে। বর্তমানে কিছু অসাধু মিডিয়া ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডই সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছিলো ইত্যাদির গত ২০১৯ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে বিভিন্ন অভিনয় শিল্পীদের প্রতীকী ক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে।
পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | Hanif Sanket | Eid...