danmaku icon

Fact or Fake? - Full Drama | ফ্যাক্ট নাকি ফেইক? | Nabila, Chamak & Shamol Mawla | New Natok 2026

12 عرض3 قبل يوم

"ফ্যাক্ট নাকি ফেইক"একটি ইন্টারঅ্যাক্টিভ নাটক যেখানে তুলে ধরা হয়েছে কীভাবে ভুল তথ্য, ডিজিটাল কারসাজি আর অনলাইন হয়রানি আমাদের জীবনে বড় ধরনের ক্ষতি করতে পারে। এবারের গল্প তৈরি করা হয়েছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ- ২০২৫ সালের প্রতিপাদ্য- নারী ও কন্যা শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে এক হই সকলে- এর বার্তাকে সামনে রেখে। নাটকটিতে দেখা যাবে- অনলাইনে মিথ্যা পোস্ট, এডিট করা ছবি বা বানানো গল্প কিভাবে একজন মানুষকে বিপদে ফেলে, সম্পর্ক নষ্ট করে, এমনকি মানসিকভাবে ভেঙে দিতে পারে। বিশেষ করে নারীরা যখন নেতৃত্বে আসে বা খোলাখুলি কথা বলে, তখন তারা কত বেশি নেতিবাচক বার্তা, ট্রোলিং বা বুলিংএর শিকার হয়। সুইডেন সরকারের আর্থিক সহায়তায়, ইউএন উইমেন, ইউএনডিপি- এর যৌথ উদ্যগে নাটকটি নির্মান করেছে ক্যাচ বাংলাদেশ। ইন্টারঅ্যাক্টিভ এই নাটকটির মূল উদ্দেশ্য একটাই- দর্শকদের ভাবতে শেখানো, দায়িত্ব নিয়ে অনলাইনে আচরণ করা, আর সবার জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। আমরা এমন এক পৃথিবী তৈরি করার কথা ভাবি যেখানে প্রযুক্তি হবে সকলের বন্ধু, কারো ক্ষতি করবার হাতিয়ার নয়।
warn iconلا يُسمح بإعادة نشر المحتوى دون إذن من المؤلف.
creator avatar

موصى به لك

  • الكل
  • أنمي
0:27

.....

293.7K عرض