ইতিহাস গড়েছিলো যে সাউথ ইন্ডিয়ান মুভিটা | Movie Explained In Bangla
আমার যদ্দুর মনে পড়ে, এই মুভিটাই ছিলো আমার দেখা সর্ব প্রথম কোন সাউথ ইন্ডিইয়ান মুভি, আর এরপর থেকেই আমি সাউথের এক প্রকার ফ্যান হয়ে যাই। বলছিলাম বাহুবালি ডিরেক্টর রাজামউলির মুভি মাগাধিরার কথা। চারশ বছর আগের এক যোদ্ধা তার অপূর্ণ ভালোবাসাকে ফেরত পাওয়ার জন্য এই পৃথিবীতে আবার জন্ম নেয়। কিন্তু অতীত সময়ের মতোই তার সামনে এসে হাজির হয় সেই পুরোনো শত্রু। যে পদে পদে তাকে ভালোবাসা থেকে দূরে সরানোর চেষ্টা করে। তাহলে সে কি পারবে এই শত্রুকে শেষ করে নিজের ভালোবাসাকে ফিরে পেতে? নাকি চারশ বছরের সেই পুরোনো ইতিহাসের আবারও পুনরাবৃত্তি ঘটবে? এই প্রশ্নের উত্তর দিতেই হাজির হয়ে গেলাম এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক।