danmaku icon

ইউরেনিয়ামের ভাঙ্গনকাল || Uranium Half life how much year || in Bangla with animation

0 عرض11/06/2025

যে সকল মৌলের নিউক্লিয়াস আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল সেই সকল মৌল তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্টেবল অর্থাৎ স্থিতিশীল হওয়ার চেষ্টায় থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত U235 এর নিউক্লিয়াস আনস্টেবল ফলে U235 তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্থিতিশীল হবার চেষ্টায় থাকে। এই প্রক্রিয়াটি মৌল ভেদে শতশত কোটি বছর পর্যন্ত চলতে পারে।পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি U235 এর ক্ষেত্রে এই সময়কাল কত এবং ইউরেনিয়ামকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে ৩ থেকে ৫ বছর পর সরিয়ে ফেলার হয় কেন সেটাই বলার চেষ্টা করব এই ভিডিওতে।সকল তেজস্ক্রিয় মৌলের half-life অর্থাৎ অর্ধায়ু বলে একটি বিষয় আছে। একটি মৌলে উপস্থিতি মোট পরমাণু অর্ধেক ভাঙতে যে সময় লাগে তাকে ঐ মৌলের অর্ধায়ু বলে। মনে করুন, আপনার কাছে 100 টি ইট আছে এর মধ্যে থেকে অর্ধেক অর্থাৎ 50 টি ইট ভাঙতে যেই সময় লাগবে তাকেই অর্ধায়ু বলা হবে। অবশিষ্ট ৫০টি ইটের অর্ধেক অর্থাৎ 25 টি ইট ভাঙতে যে সময় লাগবে সেই সময়কেও অর্ধায়ু বলা হবে।........
creator avatar

موصى به لك

  • الكل
  • أنمي