Mon Bojhe Na - মন বোঝে না (2024) Full Natok Ft. Towsif Mahbub & Totini
تغذية راجعة
الإبلاغ
949 عرض Premium07/09/2024
নাটকঃ মন বোঝে না'
তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী জুটির সুন্দর একটি নাটক ‘মন বোঝে না’। নাটকের গল্পে দেখা যাবে একরকম জোর করেই তৌসিফের সাথে সম্পর্কে জড়াতে মরিয়া তটিনী। ভালোবাসেন তাকে কিন্তু তৌসিফ ভালোবাসাকে বিশ্বাস করে না। তারপরও এদের মাঝে প্রেম হয় কিভাবে জানা যাবে নাটকে। তবে শেষদিকে নাটকটি অনেক বড় ধাক্কা দিবে।
গল্প অনুযায়ী নাটকের লোকেশন ভালো লেগেছে। তৌসিফ মাহবুবকে শুরু থেকেই ভালো লেগেছে নাটকে। তাছাড়া রোমান্টিক সিকোয়েন্স এবং শেষদিকের পারফরম্যান্স বেশি নজর কেড়েছে। এক কথায় দুর্দান্ত ছিলো। পাশাপাশি তটিনীও ভালো করেছেন। প্রেম মানুষকে পাগলামি করতে বাধ্য করে। আর অবিশ্বাস অনেক কিছুই শেষ করে দেয়। সেটাই নাটকে সুন্দর ভাবে ফুটে উঠেছে।
তরুণ নির্মাতা হাসিব হোসেন রাখি পরিচালিত নাটকটি চাইলে সময় করে দেখে নিতে পারেন পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো লাগবে।
নাটকঃ মন বোঝে না'
তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী জুটির সুন্দর একটি নাটক ‘মন বোঝে না’। নাটকের গল্পে দেখা যাবে একরকম জোর করেই তৌসিফের সাথে সম্পর্কে জড়াতে মরিয়া তটিনী। ভালোবাসেন তাকে কিন্তু তৌসিফ ভালোবাসাকে বিশ্বাস করে না। তারপরও এদের মাঝে প্রেম হয় কিভাবে জানা যাবে নাটকে। তবে শেষদিকে নাটকটি অনেক বড় ধাক্কা দিবে।
গল্প অনুযায়ী নাটকের লোকেশন ভালো লেগেছে। তৌসিফ মাহবুবকে শুরু থেকেই ভালো লেগেছে নাটকে। তাছাড়া রোমান্টিক সিকোয়েন্স এবং শেষদিকের পারফরম্যান্স বেশি নজর কেড়েছে। এক কথায় দুর্দান্ত ছিলো। পাশাপাশি তটিনীও ভালো করেছেন। প্রেম মানুষকে পাগলামি করতে বাধ্য করে। আর অবিশ্বাস অনেক কিছুই শেষ করে দেয়। সেটাই নাটকে সুন্দর ভাবে ফুটে উঠেছে।
তরুণ নির্মাতা হাসিব হোসেন রাখি পরিচালিত নাটকটি চাইলে সময় করে দেখে নিতে পারেন পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো লাগবে।