মেয়ে শিশুর পাশাপাশি ছেলে শিশুরাও হয় শিশু নির্যাতনের শিকার। তাই শুনতে হবে তাদের কথাগুলোও। বদলাতে হবে আমাদের চিন্তাধারা, তবেই বদলাবে আমাদের সমাজ। দূর হবে শিশুদের প্রতি নির্যাতন। পৃথিবীর সবকিছুই কী পূর্ব নির্ধারিত? মানুষ কী কেবলই নিয়তির হাতের পুতুলের মতো নাচতে থাকে? না। কিছু মানুষ চলে যায় স্রোতের বিরুদ্ধে, সোচ্চার হয় নিজের, মানুষের অধিকার নিয়ে। এরকম একজন মানুষের নাম ‘মুনতাসীর’।