বিয়ে একশো কথা নিয়ে হলেও পাত্রী বাছাইয়ের সময় অনেকেই নিজের অবস্থার কথা চিন্তা করেন না। অর্থাৎ নিজের চেহারা বা আর্থিক অবস্থার কথা না ভেবে পাত্রীর সব কিছুই মনের মতো পেতে চান। কিন্তু পাত্র নিজে অন্যের মনের মতো হলো কিনা সেটা বিবেচনা করেন না। অর্থাৎ নিজের বেলায় এরা ষোল আনা। আর এই বিষয়ের উপরেই ২৯ জুলাই-২০০৫ সালে প্রচারিত ইত্যাদিতে একটি নাটিকা প্রচার করা হয়েছিলো।